জাজিরায় ঝাড়ফুঁকে শিশু হত্যার অভিযোগ, কবিরাজসহ ৪ জন গ্রেফতার

by glmmostofa@gmail.com

শরিয়তপুর প্রতিনিধি।। 

শরিয়তপুরে নিউমোনিয়ায় আক্রান্ত ঢাকায় রেফারকৃত ২৬ দিন বয়সী এক নবজাতককে ঢাকায় নিতে বাধা দেওয়া এবং সুস্থ হওয়ার গ্যারান্টি দিয়ে ঝাড়ফুঁক চিকিৎসা দিয়ে শিশুকে হত্যার অভিযোগে পিতার দায়ের করা মামলায় জাজিরা উপজেলায় কবিরাজসহ ৪ জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

 

তিনি জানান, স্থানীয় সাংবাদিক শাওন বেপারীর করা সংবাদের মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি আমরা ঘটনাটি জানতে পারি। পরে আমি নবজাতকের পিতা রাসেল মাঝিকে আমার অফিসে ডেকে এনে বিস্তারিত বিবরণ শুনি এবং তাৎক্ষণিক সিভিল সার্জন স্যার, উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইন চার্জের সাথে কথা বলি। বাদীর করা লিখিত অভিযোগ মামলা হিসাবে রেকর্ড হয়। সেই মামলায় ৪ জনকে গ্রেফতার করে জাজিরা থানা পুলিশ।

ডা. মাহমুদুল হাসান বলেন, যে কোন অপচিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিতে জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগ সদা তৎপর। কোথাও কেউ অপচিকিৎসার স্বীকার হলে বা কেউ অপচিকিৎসার মাধ্যমে জনগনকে ধোকা দিচ্ছে বা জানমালের ক্ষতি করছে এমন কোন ঘটনা কারো জানা থাকলে আমাদেরকে জানান। আমরা কঠোর ব্যবস্থা নিব। তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জাজিরা থানাকে তিনি ধন্যবাদ জানান ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com