ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতের প্রথম ধাপের তালিকা প্রকাশ

নিহত ৮৫৮, আহত ১১ হাজার ৫৫১ জন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ ৮৫৮ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১ জন।

শনিবার (২১ ডিসেম্বর)  গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।

গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে বলা হয়, তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে muspecialcell 36 @gmail.com এই ঠিকানায় ই-মেইল করে জানাতে অনুরোধ করা হয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com