চোর সন্দেহে ঢাকা মেডিকেল থেকে এপ্রোন পরা নারী আটক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

নবজাতক চুরি করার সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিপা আক্তার (২২) নামে এক তরুণীকে আটক করেছে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা।

বৃহস্পতিবার  (২০ জুন) সন্ধ্যা সারে ৬টার  দিকে হাসপাতালে পুরাতন ভবনের ২১২ নম্বর গাইনি ওয়ার্ড থেকে এপ্রোন পরা ওই তরুনীকে আটক করে দায়িত্বরত নারী আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

২১২ ওয়ার্ডের প্রবেশদ্বারের ডিউটিরত নারী আনসার সদস্য লুৎফা আক্তার জানান, রিপা নামে ওই তরুণী সাদা এপ্রোন পরা অবস্থায় ওয়ার্ডের ভিতরে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হলে তার কাছে কারণ ও পরিচয় জানতে চাওয়া হলে সে কোনো উপযুক্ত কারণ ও পরিচয় দিতে পারেনি। পরে বিষয়টি হাসপাতালের আনসার কর্তৃপক্ষদের অবগত করা হয়। পরে ওই তরুনীকে আটক করে হাসপাতালে প্রশাসনিক ব্লক এলাকায় নিয়ে যাওয়া হয়।

 আটক ওই তরুনী হাসপাতালে সাংবাদিকদের জানান, মামুন নামে তার এক বন্ধুর মাকে দেখতে হাসপাতালে দেখতে এসেছে।  এপ্রোন পরে কেন এসেছে জিজ্ঞাসা করায় সে বলে এটা পড়ে হাসপাতালে আসাটা তার চরম ভুল হয়েছে। এপ্রোন কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলে ওই তরুনী একবার বলে বন্ধু মামুন তাকে দিয়েছে, আরেকবার বলে নিউমার্কেট থেকে কিনেছে।

ওই তরুনী কামরাঙ্গীরচর এলাকায় একটি ওষুধ কোম্পানিতে  প্রতিনিধি হিসাবে চাকরি করেন বলে দাবি করেন। তিনি হাজারীবাগ শেকশন ঢাল এলাকায় একটি বাসায় থাকেন।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, ওই নারীকে আটকের পরপরই এক এক সময় এক এক কথা বলে। একবার বলে নিউমার্কেটে থাকে আর একবার বলে হাজারীবাগ এলাকায় থাকে। তবে ওই তরুনীকে আটকের পর সে নিজেকে ডাক্তার পরিচয় দেয়নি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ওই তরুণীকে আটক করার কারণ  কিছুদিন আগে ওই লেবার ওয়ার্ড থেকেই একটি নবজাতক চুরি যাওয়ার ঘটনা ঘটে। ওই নারীকে আমরা পুলিশে দিয়েছি। বিস্তারিত পুলিশ তদন্ত করে আসল রহস্য খুঁজে বের করবে আশা করছি  ।

এর আগে গত বছরের ডিসেম্বরে ঢামেক থেকে মুনিয়া খান রোজা (২৫) নামে আরও একজনকে আটক করা হয়। পরে ভুয়া গাইনি চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com