নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছরে দেশে একদিনে ডেঙ্গু সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। সোমবার (১০ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। যা চলতি বছরে একদিনে সবোর্চ্চ আক্রান্তের রেকর্ড। এর আগের দিন রোববার ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৫ জন। এই নিয়ে চলতি মাসের ১০ দিনে মোট মৃত্যু হয়েছে তিন জনের এবং আক্রান্ত হয়েছেন ২৫০ জন। এর আগের মাস মে’তে আক্রান্ত হয়েছিলেন ৬৪৪ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৫ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৭২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।
আর এই সময়ে সারা দেশে মোট ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ২ হাজার ৯১৭ জন ছাড়পত্র পেয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৩ জন। এরমধ্যে এক হাজার ৮৮০ জন পুরুষ এবং এক হাজার ২২৩ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ১৯ জন মহিলা রয়েছে।