চমেকে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়নে সমন্বয় সভা

by glmmostofa@gmail.com

চট্টগ্রাম প্রতিনিধি।। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর)  চমেক হাসপাতাল সভা কক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি (২য় সংশোধিত)’র আওতায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। তিনি সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্মূল করার আহ্বান জানান। আগামী ১৯-২৫ জানুয়ারি ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ সারাদেশে সকল সরকারি সেবাকেন্দ্রে পালনের নির্দেশ দেন তিনি।

সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। পরিচালনায় ছিলেন বিএসএমএমইউর পাবলিক হেল্‌থ এক্সপার্ট এন্ড কল্পোস্কোপিস্ট ডা. সাদিয়া মাহবুবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ.কে.এম. নূরুন্নবী কবির, যুগ্মসচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুস সালাম খান, বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ,  বিএসএমএমইউর ফিটোমের্টানাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাবাসছুম পারভীন, বিএসএমএমইউর ফিটোমের্টানাল বিভাগের অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ডা. মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, চট্টগ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক গোলাম মো. আজমসহ অনেকে।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com