চট্টগ্রামে অবৈধ ৪ টি ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বন্দর নগরী চট্টগ্রামে আরও চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

শনিবার (২০ জানুয়ারি) নগরীতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার, ডিপ্লোমাধারী ফিজিওথেরাপি না থাকায় সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নিউ চাঁদের আলো অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বৈধ কাগজপত্র না থাকায় ন্যাশনাল চক্ষু হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়।

ডা. মোহাম্মদ ইলিয়াস বলেন, খুলশী এলাকার অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটিতে নেই স্বাস্থ্যসেবার পরিবেশ। এসব কারণে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

দক্ষিণ হালিশহরের সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারটি পরিদর্শন করে ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

একই এলাকার দক্ষিণ হালিশহরের নিউ চাঁদের আলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। এমনকি পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের লোকেরা অসৌজন্যমূলক আচরণ করেন। এসব কারণে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।

এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্দর এলাকার ন্যাশনাল চক্ষু হাসপাতালকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সিভিল সার্জন জানিয়েছেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com