গাজার খান ইউনিসের হাসপাতালে বর্বর হামলা, নিহত ৬৫

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।।

দখলদার ইসরায়েলি বাহিনীর  বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার খান ইউনিস শহরে হাসপাতাল এবং আবাসিক এলাকায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার (২২ জানুয়ারি) সবচেয়ে বড় হামলাটি হয় খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শহরে। সেখানকার দুটি হাসপাতালে চালানো হয় তাণ্ডব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আল খাইর হাসপাতাল।

বিমান হামলার পর হাসপাতালটির ভেতরে ঢুকেও হামাল চালায় ইসরায়েলি সেনারা। আটক করে বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে, খান ইউনিসের আরেকটি হাসপাতাল আল-আমাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংস্থা কর্তৃক পরিচালিত এই হাসপাতালটির কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com