কুমিল্লায় স্টাফদের নেতৃত্বে চিকিৎসককে লাঞ্ছনা ও টাকা লুট, নির্বিকার কর্তৃপক্ষ

by glmmostofa@gmail.com

কুমিল্লা প্রতিনিধি।। 

 চিকিৎসক আবু বকর ছিদ্দিক মিয়াজী ও তার সহকারীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আল্ট্রা মডার্ন হাসপাতালের  তিন স্টাফের বিরুদ্ধে। লুট করে নেওয়া হয়েছে তার পাঁচ লক্ষ টাকাও। কিন্তু ঘটনা চতুর্থ দিনে গড়ালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বহাল তবিয়তে অফিস করছেন হেনস্তাকারীরা। 

জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ডা. মিয়াজীর কক্ষে এই হেনস্তার ঘটনা ঘটে। ওই হাসপাতালের অভ্যর্থনাকর্মী নাবিলা ও আরমান এবং হিসাব বিভাগের আতিক বহিরাগতদের নিয়ে ডা. মিয়াজীর উপর হামলায় নেতৃত্ব দেয়। এ সময় তাকে রক্ষা করতে এলে তার সহকারী মুজাহিদের উপরও হামলা চালায় তারা।

এ বিষয়ে ভুক্তভোগী চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিক মিয়াজী  বলেন, ‘ওই দিন রিসিপশনিস্ট নাবিলা এক রোগীর সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে। এতে রোগীর আত্মীয়রা আমার কাছে অভিযোগ করলে আমি মেয়েটাকে ডাকি। রোগীর সাথে খারাপ ব্যবহার করায় তাকে সতর্ক করি।’

তিনি বলেন, ‘পরবর্তীতে আরেক রিসিপশনিস্ট আরমান এবং অ্যাকাউন্ট্যান্ট আতিক আমার কক্ষের বাইরে কিছুক্ষণ হৈ-হুল্লোড় করে। পরে এরা মেহরাজ নামে বহিরাগত এক ছেলেকে এনে আমার উপর হামলা চালায়। তারা কক্ষের পেছন দিক দিয়ে প্রবেশ করে আমার উপর পিঠে-মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। আমার চশমাও ভেঙে ফেলেছে। এমনকি ড্রয়ার থেকে পাঁচ লাখ টাকাও নিয়ে গেছে। পরে আমার সহকারী বুঝতে পেরে উদ্ধার করতে এলে তাকেও মারধর করেছে। আস্তে আস্তে বিভিন্ন লোকজন এসে আমাদের উদ্ধার করে।’

আল্ট্রা মডার্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর দুই অভ্যর্থনাকর্মীকে সাময়িক কাজে আসতে নিষেধ করে কর্তৃপক্ষ। তবে হিসাব বিভাগের কর্মী আতিক নিয়মিত অফিস করছেন। আর বহিরাগত মেহরাজ স্থানীয় বাজারের মুক্তা গার্মেন্টসের মালিক মাহবুবের ছেলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ  মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পরে একটি সভা আহ্বান করে।

এ বিষয়ে জানতে চাইলে আল্ট্রা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন বলেন, ‘আমি চট্টগ্রামে থাকায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারিনি। ঘটনার সাথে জড়িত দুইজনকে সাময়িক কাজে আসতে নিষেধ করেছিলাম।  সকল পক্ষকে নিয়ে মিটিং আছে। মিটিংয়ে সবার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে  বলেও জানান তিনি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com