নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশে গত কয়েক মাস ধরেই করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত এবং সংক্রমণের হার নিম্নমুখী। এই সময়ে কোন মৃত্যু নেই, রোগী শনাক্ত হচ্ছিল ৪ থেকে ৫ জন করে। এমনকি শনাক্তের হারও ছিল ১ শতাংশের আশপাশে। কিন্তু হঠাৎ করেই সোমবার করোনা শনাক্তের হার বেড়েছে দুই দশমিক ৫১ শতাংশে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। যদিও কোন মৃত্যু হয়নি। এর আগের দিন রোববার করোনায় শনাক্ত হয়েছিল ১০ জন এবং রোগীর বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ২১৮ জন। আর এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৭৫৫টি। আর গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯০১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আক্রান্তদের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার, ৮৫৪ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ,অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর মধ্যে জানুয়ারি মাসে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়েছে।
৩৮