ঔষধ প্রশাসনের নতুন ডিজি হলেন রশীদ-উন-নবী

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল কাজী  মো. রশীদ-উন-নবী। একই সাথে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।

গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদফতরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে সেনাবাহিনীতে বদলি করা হলো। তার জায়গায় পদায়ন করা হয়েছে মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী আর্মড ফোর্সেল কমান্ড্যান্ট এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর এ নতুন দ্বায়িত্ব পেয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের জন্য সবসময় কাজ করার চেষ্টা করবেন বলেও জানান কাজী মো. রশীদ-উন-নবী।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com