নিজস্ব প্রতিবেদক।।
ওরাল ম্যালিগনেন্সি বিষয়ে প্রথম ফান্ডামেন্টাল কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। ৮ সপ্তাহের কোর্সে মৌখিক প্রো-মালিগন্যান্ট এবং ম্যালিগন্যান্ট রোগ নির্ণয়সহ প্রতিটি বিষয় হাতে-কলমে শেখানো হয়। দেশ-বিদেশের ৪০ জন সুদক্ষ প্রশিক্ষক সেখানে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তী ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই। বিশেষ অতিথি ছিলেন ইউনিহেলথ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মোসাদ্দেক হোসেন, ইউনিহেলথ লিমিটেডের কর্পোরেট পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায়, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লাসহ অনেকে।
কোর্সের সার্বিক সহযোগিতায় ইউনিহেলথ লিমিটেড ছিল ।