এফসিপিএস পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৩.৩০ শতাংশ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১ হাজার ৪২০ জন। পাসের হার ১৩.৩০ শতাংশ।

বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল শনিবার (৬ জুলাই) রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে দুপুর দুইটায়। সাড়ে চারটায় ফলাফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ১ হাজার ৪২০ জন। পরীক্ষায় পাসের হার ১৩.৩০ শতাংশ। এবারের এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় ৯ হাজার চারশ’ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।’

গত বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়। বিসিপিএসের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রবেশের এ পরীক্ষায় ওই দিন অংশ নেন প্রায় সাড়ে তিন হাজার চিকিৎসক।

এর পর দিন শুক্রবার (৫ জুলাই) মৌলিক বিষয়সমূহ ও গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স পরীক্ষায় প্রায় তিন হাজার ২০০ জন এবং আজ শনিবার (৬ জুলাই) অনুষ্ঠিত সার্জারি ও অ্যালাইডের পরীক্ষায় অংশ নেন প্রায় তিন হাজার ৩০০ জন পর‌ীক্ষার্থী। তিন দিনে পরীক্ষায় অংশ নেবেন দশ হাজারেরও বেশি চিকিৎসক।

প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ভিন্ন আঙ্গিকে হচ্ছে এফসিপিএস পরীক্ষা। তিন দিনের পরিবর্তে এক দিনে পরীক্ষা আয়োজন করে বিসিপিএস। এতে ঢাকায় অবস্থান করা শিক্ষার্থীরা  নানা ধরনের  ভোগান্তি থেকে নিষ্কৃতি পায়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com