একদিনে ডেঙ্গুতে সবোর্চ্চ ৫৯ জন আক্রান্ত, মৃত্যু ১

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একহজনের মৃত্যু হয়েছে। আর বুধবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগের দিন মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৭ জন। এই নিয়ে চলতি মাসের ১৯ দিনে মোট মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এর আগের মাস মে’তে আক্রান্ত হয়েছিলেন ৬৪৪ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের।

বুধবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭২ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা  বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন এবং  খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।
আর এই সময়ে সারা দেশে মোট ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে  চলতি বছরে মোট ৩ হাজার ১০১ জন ছাড়পত্র পেয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৭ জন। এরমধ্যে এক হাজার ৯৭৭ জন পুরুষ এবং এক হাজার ৩০০ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪১ জনের। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২১ জন মহিলা রয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com