নিজস্ব প্রতিবেদক।।
দেশের একজন উদীয়মান সার্জারি বিশেষজ্ঞ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ও বার্ন, ট্রমা, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ এন্ড হ্যান্ড সার্জন ডা. শাখাওয়াত হোসেন ডিউক আর নেই।
বধবার (২৪ জানুয়ারি) বিকেল পৌঁনে ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নিটোরের অর্থপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. সাহিদুর রহমান খান।
নিজ ফেসবুক টাইম লাইনে তিনি লিখেছেন ‘ডা. শাখাওয়াত ভাই আর আমি পাশাপাশি রুমে চেম্বার করতাম। আমার দেখা একজন ঠান্ডা প্রকৃতির মানুষ, চুপচাপ নিরবে নিভৃতে থাকতেন। নিরবেই চলে গেলেন।’দি
এদিকে, প্লাস্টিক সার্জন ডা. মোঃ শাখাওয়াত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম বৈঠকে অংশ নিতে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন,”দেশের প্লাস্টিক সার্জিক্যাল চিকিৎসায় ডা. মো: শাখাওয়াত হোসেন ছিলেন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। কিন্তু এই বয়সেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে সব কাজে নিজের নাম সফলদের কাতারে লিখতে পেরেছেন। বেঁচে থাকলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতেন। তাঁর এই অকাল মৃত্যু শুধু প্লাস্টিক সার্জারি পরিবারের জন্য নয়, বরং গোটা চিকিৎসক সমাজের জন্য এক অপূরনীয় ক্ষতি। এই ক্ষতি সহজে পুরণ হবার নয়।”
স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।