আহসানিয়া ক্যান্সার হাসপাতালকে চিকিৎসা সরঞ্জাম দিলো ইনার হুইল ক্লাব

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বেসরকারি প্রতিষ্ঠান আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালকে (এএমসিজিএইচ) অনুদান হিসেবে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে ইনার হুইল ক্লাব অফ ডিস্ট্রিক্ট ৩৪৫ (Inner wheel clubs of district 345)।

শনিবার (২০ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুদান তুলে দেন ইন্টারন্যাশনাল ইনার হুইলের সভাপতি মিসেস ট্রিশ ডগলাস। এ সময় ইনার হুইল ক্লাব অফ ডিস্ট্রিক্ট ৩৪৫, বাংলাদেশের এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শারমিন রহমান, ইন্টারন্যাশনাল ইনার হুইলের সাবেক সভাপতি মিসেস ডা. বিনা ব্যাস ও ইনার হুইল ক্লাব অফ ডিস্ট্রিক্ট ৩৪৫, বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তাহেরা ওয়াহিদসহ ইনার হুইলের অন্যান্য সদস্য উপস্থিতি ছিলেন।

পরে হাসপাতাল মিলনায়তনে ইনার হুইল ও এএমসিজিএইচ এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এএমসিজিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মো. জাকির হাসান। সার্বিক নির্দেশনায় ছিলেন হাসপাতালের প্লানিং, ডেভলপমেন্ট এন্ড মনিটরিং এর পরিচালক স্থপতি শামিমা শারমিন। এএমসিজিএইচ এর পক্ষ থেকে সহকারী পরিচালক, বিজনেস ডেভলপমেন্ট এন্ড মনিটরিং ডা. একেএম শাহরিয়ার এবং সহকারী পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ ফারহানা আফরিন ফেরদৌসী হাসপাতালের বর্তমান অবস্থা ও ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন।

এরপর বৃক্ষ রোপনের মধ্যদিয়ে সুন্দর ও সমৃদ্ধ এক আগামীর প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকেরা ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com