নিজস্ব প্রতিবেদক।।
আবারও জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
রোববার বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আগামী ২০ ও ২১ ডিসেম্বর অস্ত্রোপচার কার্যক্রম পরিচালিত হবে।
এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে হয়েছে, শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ষষ্ঠ ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে আগামী ১৭ (রোববার) ও ১৮ ডিসেম্বর (সোমবার) রোগী বাছাই করা হবে। আর ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) রোগী ভর্তি সম্পন্ন করা হবে। সেবা গ্রহিতাদের বহির্বিভাগের ভবন-২ এর ২০৬ নম্বর কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।
১১১