আবারও ঢাকা মেডিকেলে এফওএল পরীক্ষার মেশিন চালু

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের  নাক কান গলা (ইএনটি) বিভাগে আবারও এফওএল (FOL) পরীক্ষা ফের চালু হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরেই পরীক্ষার মেশিনগুলো  নষ্ট ছিল।

বুধবার (১৭ জানুয়ারি ) ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি এফওএল মেশিন উদ্বোধন করেন।

এফওএল মেশিন চালু করার পাশাপাশি এন্ডোসকপি মেশিনও সংযোজন করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ঢাকা মেডিকেলে আগত রোগীরা এই ব্যয়বহুল পরীক্ষা মাত্র ৫০০ টাকায় সম্পন্ন  করতে পারবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, এফওএল মেশিন দ্বারা স্বরনালীর আশেপাশের ক্যান্সারসহ অন্য যে কোন নির্ণয় করা হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com