নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার আজিমপুর একটি ডে-কেয়ার সেন্টারে ১১ মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু অভিযোগ উঠেছে । উম্মে আলিভা নামে ওই শিশুর পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২০ ডিসেম্বর) আজিমপুর নিম্নবিত্ত শিশু দিবাযত্ন কেন্দ্র নামে ওই ডে-কেয়ার সেন্টারের লোকজন মুমূর্ষ অবস্থায় শিশু শিশু আলিভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর পৌনে ২টার সময় দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা ইসমত আরা জানান, তিনি পরিবার পরিকল্পনার সিনিয়র স্টাফ নার্স। থাকেন লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে।
পেশাগত কারণে গত সেপ্টেম্বর মাস থেকে বড় ছেলে আল আরাভী ও মেয়ে আলিভাকে আজিমপুরে অবস্থিত মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে রাখেন তিনি। অন্যান্যদিনের মতো আজও তাদের দুজনকে ডে-কেয়ার সেন্টারে রেখে কাজে যান তিনি।
দুপুরে মিম নামে এক শিক্ষক তাকে কল করেন। জানান, আলিভা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। পরে ইসমত ঢামেকে যান, সেখানে মেয়েকে মৃত দেখতে পান।
ইসমতের দাবি, আমার মেয়ের মাথায় ও দুই চোখে আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।
আলিবার বাবা আল আমিন তালুকদার বলেন, আরাভীকে আনতে আজিমপুরের ডে-কেয়ার সেন্টারে যাই। সেখানের কর্মকর্তারা জানায়, বাথরুমে বালতির পানিতে পড়ে গিয়েছিল আলিভা। আবার বলে অসুস্থ হয়ে পড়ে ছিল। তাদের কথায় গড়মিল রয়েছে। আমার মেয়ের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজিমপুর থেকে এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করে দেখছে।
বুধবার সন্ধ্যায় আজিমপুর নিম্নবিত্ত শিশু দিবাযত্ন কেন্দ্র নামে ডে-কেয়ার সেন্টারে শিশুর মৃত্যুর বিস্তারিত ঘটনা জানতে গেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন। কল করলে এ তথ্য জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে যতটুক বোঝা যাচ্ছে, অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে সে বালতির পানিতে পড়ে গিয়েছিল। কীভাবে পড়ে গিয়েছিল বা কী হয়েছিল- সব বিষয় তদন্ত করা হচ্ছে । তদন্তের পর বিস্তারিত জানা যাবে।