সিলেট প্রতিনিধি।।
সিলেট সদর হাসপাতালে নির্মাণাধীন ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম।
বুধবার (২২ মে) সিলেট সফরে গেলে আকস্মিক হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালের নির্মাণকাজের স্থাপত্য নকশা ও কর্মপরিকল্পনা অবলোকন করেন। পাশাপাশি নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চার দিনের সফরে বুধবার সিলেট গিয়েছেন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম। এ সময়ে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা পরিদর্শনের পাশাপাশি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চা শ্রমিকদের পুষ্টি বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি।
সিলেট জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. মনিসুর চৌধুরী, মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) ডা. সাইফুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) ডা. নন্দলাল সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর প্রায় শতকোটি টাকা ব্যয়ে এই জেলা হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ তলাভিত্তিসহ আটতলা হাসপাতাল ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে আনুষঙ্গিক কাজ।
জানা গেছে, ভবনটিতে থাকবে কার পার্কিং, প্রথম তলায় টিকিট কাউন্টার, ওয়েটিং রুমসহ প্রয়োজনীয় কক্ষ, দ্বিতীয় তলায় আউটডোর, রিপোর্ট ডেলিভারি ও কনসালট্যান্ট চেম্বার, তৃতীয় তলায় ডায়াগনস্টিক, চতুর্থ তলায় কার্ডিয়াক ও জেনারেল ওটি, আইসিসিইউ, সিসিইউি, পঞ্চম তলায় থাকবে গাইনি বিভাগ, অবথালমোলজি, অর্থপেডিক্স ও ইএনটি বিভাগ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় ওয়ার্ড ও কেবিন।
এর মধ্যে আইসিইউ বেড ১৯টি এবং সিসিইউ বেড নয়টি এবং ৪০টি কেবিন থাকবে। ভবনের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৯০০-১০০০ কেভি ক্ষমতার একটি ট্রান্সফরমার বসানোর কথা রয়েছে হাসপাতালটিতে।